সহজ ভাষায়
ফেইসবুক ফর বিজনেস কোর্স
ক্লাস, প্র্যাকটিকাল এবং গাইডেন্স
শুন্য অবস্থান থেকে হয়ে উঠুন পেশাদার ফেইসবুক এ্যাডভার্টাইজার। কোন পুর্বাভিজ্ঞতার প্রয়োজন নেই। নেই কোন অপ্রয়োজনীয় টেকনিকাল টার্মের ব্যাবহার। এটি একটি স্বয়ং-সম্পূর্ণ কোর্স। যথেষ্ট সময় নিয়ে প্রতিজন-কে আলাদা গুরুত্বসহ শেখানো হবে।

কোর্স স্ট্রাকচার
তিন দিনের তিনটি সেশনে'র অনলাইন কোর্স, ১৮ ঘন্টা + প্রয়োজনে অতিরিক্ত দিন/সময় যুক্ত হতে পারে। তিন দিনের এজেন্ডা:
-
ফেইসবুক মার্কেটিং ক্লাস
-
কন্টেন্ট ক্রিয়েশন ক্লাস
-
ল্যাব, প্রবলেম সলভিং এবং এক্সাম
* কোর্স শেষে প্রত্যক্ষ সাপোর্ট
কোর্সের জন্য যা যা প্রয়োজন হবে
-
বেসিক কম্পিউটার চালাতে জানতে হবে যেমন ওয়েব ব্রাউজ, মাইক্রোসফট ওয়ার্ড
-
কম্পিউটার (ল্যাপটপ অথবা ডেস্কটপ)
-
সফটওয়্যার = ফটোশপ, এ্যাডবি প্রিমিয়ার প্রো, জুম, এনিডেস্ক
-
ফেইসবুক এ্যাড এ্যাকাউন্ট = সরবরাহ করা হবে
কোর্স ফি: বারো হাজার টাকা। বুকিং ফি ৬০০০/- টাকা এবং তৃতীয় ক্লাসের আগে বাকি ৬০০০/- টাকা প্রদেয়।
* ছয় মাসের সাপোর্ট দেয়া হবে। সাপোর্ট বলতে আপনার নিজের এ্যাকাউন্ট থেকে এ্যাড চালাতে সম্পূর্ণ সহযোগিতা।
আমাদের অন্য ট্রেইনিং: "ফেইসবুক এ্যাডভার্টাইজিং কোর্স"। সেটি সম্পর্কে জানতে আইসক্রিমটির উপর ক্লিক করুন।