top of page
Marble Surface

Facebook Ads FAQ

আপনারা প্রতি ডলার (US Dollar) কত করে রাখেন?

সার্ভিস চার্জ সহ প্রতি ডলারের দাম ১৩৫ টাকা।

প্রতিটি এ্যাড সর্বনিম্ন কত টাকার হতে হবে?

কমপক্ষে ২০০০ টাকা বাজেট হলে আমরা একটি এ্যাড সাবমিট করি। এ্যাডটির বাজেট দেয়া হবে $14.81 USD.

* বিকাশ ফি সহ ২০৪০ টাকা।

কোন এ্যাড এক্সটেন্ড করতে চাইলে?

এক্সটেনশন দৈনিক কমপক্ষে ১ ডলার। যদি এ্যাডটি আমাদের এ্যাড ম্যানেজারে থেকে থাকে। 

আপনাদের মাধ্যমে কিভাবে ফেইসবুক এ্যাডভার্টাইজিং শুরু করতে পারি?

প্রথম ধাপ - পেইজটি আমাদের দেখিয়ে জেনে নিবেন এই পেইজের এ্যাডভার্টাইজিং করা যাবে কি না। 

দ্বিতীয় ধাপ - যদি যায় তাহলে আমাদের কমপক্ষে $14.81 এর জন্য ২০৪০ টাকা বিকাশ পেমেন্ট অথবা ২০০০ টাকা ব্যাংক ট্রান্সফার বা ক্যাশ পেমেন্ট করবেন।

তৃতীয় ধাপ - আমাদের একটি আইডি-কে Advertiser করে দিবেন। 

চতুর্থ ধাপ - আমরা এ্যাড সাবমিট করে দেব। ২৪ ঘন্টার মধ্যে সাধারনত এ্যাপ্রুভ হয়ে যায়। নিয়মিত রিপোর্ট দেয়া হবে।

আমার বিজ্ঞাপনটি কতদিন চলবে? 

এটি আসলে আপনার সিদ্ধান্ত। আপনি আপনার সুবিধামতো দিন নির্ধারন করে বাজেট খরচ করতে পারেন। দৈনিক যত খরচ করবেন, সেই অনুপাতে রেজাল্ট আসবে। সর্বনিন্ম প্রতিদিন ১ ডলার দেয়া যায়। মানে ৩০ ডলার দিয়ে সর্বাধিক ৩০ দিন ক্যাম্পেইন চালাতে পারবেন। আমাদের পরামর্শ হলো দৈনিক অন্তত ৮/১০ ডলার বরাদ্দ দিন যাতে একটি স্ট্যান্ডার্ড স্পিড পাওযা যায়।ফেইসবুক বাজেট খরচ করতে না পারলে বাড়তি টাকা থেকে গেলে আমি রিফান্ড করে দেই। 

 

ফেইসবুকে তো নিজেই এ্যাড দেয়া যায়। তাহলে কোন এজেন্সির কাছে যেতে হবে কেন?

এ্যাড মানে শুধু ডলার খরচ নয়; এটি সৃজনশীলতা, অভিজ্ঞতা ও আরো কিছু দক্ষতার সমন্বয় । আমরা ফেইসবুক এ্যাডের উপর একটি প্রশিক্ষন দিয়ে থাকি। আগ্রহী হলে এখান থেকে দেখে নিতে পারেন। 

টেকনিক্যালি আপনার একটি পেমেন্ট ম্যাথড হলেই এ্যাড দিতে পারবেন। ফেইসবুক সব একাউন্টের সাথেই এ্যাড তৈরী ও পাবলিশ করার ব্যাবস্থা করে দিয়েছে, অনেকে সেটা ব্যাবহার করে ক্যাম্পেইন চালাচ্ছে। কোন এজেন্সির সাহায্য তিন কারনে প্রযোজন হতে পারে:-

  1. অভিজ্ঞতা: পেশাদার আর অনভিজ্ঞ কাজের পার্থক্য অনেক। এজেন্সি অনেক ধরনের ব্যাবসার হাজারো এ্যাড দিয়ে আসছে বছরের পর বছর। তারা Facebook community standard, Ad policy, Conversion rate, Bid, Placement, Detailed interest  বিষয়গুলো মাথায় রেখে এ্যাডভার্টাইজিং করে। 

  2. পেমেন্ট চ্যানেল: ফেইসবুককে পেমেন্ট করার ব্যাবস্থা করাটা অনেক ঝামেলার ব্যাপার। ব্যাংকে অনেক ফরমালিটি। দেশের বাইরের কারো সাহায্য নিয়মিত চাওয়াও অস্বস্তিকর। এজেন্সিকে কিছু সার্ভিস চার্জ দিয়ে খুব সহজেই এ্যাড চালু করা যায়।

  3. ক্রিয়েটিভ কন্টেন্ট: এজেন্সিগুলো সাধারনত এ্যাডের কন্টেন্ট তৈরীতে অভ্যস্ত হয়ে থাকে। এ জন্য সাধারনত আলাদা পেমেন্ট নেয়া হয়। 

  4. পেইড টুলস্: যেহেতু এজেন্সি চালানো হয় সেজন্য আমরা কিছু পেইড টুল ব্যাবহার করে থাকি ডাটা এ্যানালাইসিস এর জন্য। এককভাবে এইসব টুল কিনে ব্যাবহার করা বেশ ব্যায়বহুল হতে পারে।

 

আমার এ্যাডটি কতজনকে দেখানো হবে?

এটি'র সুনির্দিষ্ট সংখ্যা নেই কারন এ্যাডের পারফরমেন্স অনুযায়ী এবং ফেইসবুকের নিজস্ব কিছু নিয়ম অনুযায়ী (বাজেট, এ্যাড কোয়ালিটি স্কোর, প্রতিদ্বন্দী এ্যাডের পরিমান ও বাজেট ইত্যাদী) এটি কম বেশী হয়ে থাকে। সাধারনত বাংলাদেশের নির্দিষ্ট এলাকায় ম্যাসেজ টার্গেট করে এ্যাড চালালে প্রতি ডলারে = ৪৫০ থেকে ১১০০ জন এবং এনগেজমেন্ট টার্গেট করে চালালে প্রতি ডলারে = ১০০০+ জন এ্যাডটি দেখবে। পেইজ প্রমোশন করলে ডলার প্রতি = ২০/৩০ টি লাইক পেতে পারেন। অন্য টাইপের এ্যাড সম্পর্কে ধারনা পেতে যোগাযোগ করুন।

আমার এ্যাড থেকে পেইজে কতটি লাইক আসতে পারে?

আসলে কতজন ফ্যান হবে সেটা নির্দিষ্টভাবে বলা যায় না। এটি নির্ভর করে এ্যাডের পারফরমেন্স ও আপনার ব্যবহৃত ছবি/ভিডিও মানুষ কতটা পছন্দ করছে তার উপর। যদি শুধু বাংলাদেশ টার্গেট করা হয় এবং সবার জন্য উম্মুক্ত করে দেয়া হয় তাহলে প্রতি ডলারে ২০/৩০ টি লাইক আসতে পারে। আপনার এ্যাডটি যাদের ভালো লাগবে তারা লাইক দিয়ে ফ্যান হবে। যাদের ভালো লাগবে না, তারা এ্যাডটি চোখে পড়লেও স্ক্রল করে চলে যাবে। 

আপনারা তো অনেক কম বলছেন, অন্য একটি এজেন্সি ২০০০ টাকায় ৫০০০ বেসিক লাইক দিবে বলেছে।

বেসিক লাইক বলে কোন শব্দ ফেইসবুকে নেই। আসলে এইসব এজেন্সি ফেইক লাইকের এই নাম দিয়েছে। তারা তাদের ৫০/৬০ হাজার ফেইক একাউন্ট দিয়ে পেইজে ভুয়া লাইকের ব্যাবস্থা করে দেয়। কাজটি তারা করে সফটওয়্যারের মাধ্যমে। এজন্যই তারা অস্বাভাবিক বেশী লাইকের নিশ্চয়তা দিতে পারে। ভুয়া লাইক কিনলে আপনার পেইজের স্থায়ী ক্ষতি হয়ে যাবে। কারন পরবর্তিতে প্রোডাক্ট/সার্ভিসের সবচেয়ে বড় ক্রেতা হয় আপনার পেইজের ফ্যান। আপনি সেই জায়গাটি বন্ধ করে দিচ্ছেন। আর এইসব ফেইক আইডি দেখে দেখে ব্লক করে দেয়া প্রায় অসম্ভব একটি কাজ। এইসব এজেন্সি সধারনত কখনই তাদের এ্যাড ম্যানেজার দেখাতে চায় না। 

কিভাবে বুঝব কত টাকা খরচ হলো বা কতজন এ্যডটি দেখল?

নিয়মিত এ্যাডের রিপোর্টের কপি ই-মেইলে বা হোয়াটসএ্যাপে পাঠানো হবে। এ্যাড চলাকালিন সময় লাইভ রিপোর্ট-ও দেখে যেতে পারেন। এছাড়া পেইজের এ্যাড-সেন্টার'ও তথ্য দিয়ে থাকে।

 

আমি আপনার সার্ভিস যাচাই করার জন্য সর্বনিন্ম ২০০০/- টাকার-ই এ্যাড দিতে চাই। এই টাকার বিনিময়ে আমি কি পাব? 

ফেইসবুকে আপনার এ্যাড ১৪.৫৫ ডলার বাজেট ব্যাবহার করে চালানো হবে। সঠিক মানুষকে টার্গেট করার সর্বোচ্চ চেস্টা করা হবে। স্বচ্ছতার সাথে রিপোর্ট দেয়া হবে। এ্যাডের কন্টেন্ট -এর ব্যাপারে এ্যাডভাইজ করা হবে।

আমি বড় বাজেটের একটি এ্যাড চারদিন চালাতে চাই, আমি যদি চারদিনের পরিবর্তে ১ মাস চালাই তাহলে কি কিছু বেশী ক্লিক/লাইক পাব?

পত্রিকার বিজ্ঞাপন যেমন বেশীদিন চালালে বেশী মানুষ দেখবে, ফেইসবুকের বিজ্ঞাপন ঠিক তেমনটি নয়। আপনার বাজেট অনুযায়ী এটি দেখানো হবে। বাজেট ঠিক রেখে দিনের সংখ্যা বাড়িয়ে দিলে, প্রতিদিনের দেখানোর হার কমে আসবে। আপনার অর্থ কম দিনে যত লোককে দেখাবে, বেশী দিন চালালেও মোটামুটি একই পরিমান লোক দেখবে। এ্যাড কম দিন চলুক বা বেশী, মোট ফলাফল একই থাকবে।

ফেইসবুকের এ্যাড দেখানোর ফর্মুলা:
এ্যাড পারফরর্মেন্স = (বাজেট/সময়) X কোয়ালিটি স্কোর অর্থাৎ

বাজেট বাড়ালে পারফরর্মেন্স বাড়বে (সময় ও কোয়ালিটি একই হলে)
সময় বাড়ালে পারফরর্মেন্স কমবে (বাজেট ও কোয়ালিটি একই হলে)
কোয়ালিটি বেড়ে গেলে পারফরর্মেন্স বাড়বে (বাজেট ও সময় একই হলে)

আপনাদের রেটটা একটু বেশী মনে হচ্ছে / অন্যরা প্রতি ডলার অনেক কম টাকায় অফার করছে / আমি অল্প আয়ের ব্যাবসায়ী / ছাত্র / অনেক দুরে থাকি – আমার জন্য কিছুটা ছাড় দেয়া যাবে?

যতটুটু সম্ভব ছাড় দিয়েই আমাদের রেট নির্ধারিত হয়েছে। আর কোন ডিসকাউন্টের অনুরোধ রাখা আমাদের পক্ষে সম্ভব নয়।

 

আমি বড় বাজেটের একটি ক্যাম্পেইন করতে চাই এক্ষেত্রে আপনাদের সার্ভিস চার্জ কি কিছুটা কম রাখা যাবে?

আপাতত আমরা কোন ছাড়/ডিসকাউন্ট দিতে পারছি না বলে দু:খিত।

আমি ফেইসবুকে এ্যাড দিতে চাই। এখন আমাকে কি করতে হবে?

আপনার প্রতিষ্ঠানের একটি ফেইসবুক পেইজ থাকতে হবে। সাথে একটি ওয়েবসাইট থাকলে ভালো হয়, তখন আরো ভিন্ন ধরনের এ্যাড দিতে পারবেন। আমাদের সাথে দেখা করে এ্যাড দিতে চাইলে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের লোকেশন মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির কাছে। প্রতি ডলার ১৩৫ টাকা হিসেবে বাজেটের টাকা এ্যাড দেয়ার সময় দিতে হবে। এ্যাড শেষ হয়ে যাওয়ার পরেও কোন টাকা বেঁচে গেলে তা ফেরত দেয়া হবে। ফেইসবুক পেইজের এ্যাড দেয়ার জন্য আমাদের আপনার পেইজের এ্যাডভার্টাইজার করে দিতে হবে।

আমরা আপনার সাথে সামনাসামনি কথা বলতে চাই, আপনি কি আমাদের অফিসে আসতে পারবেন?

এই সার্ভিসটি দেয়ার জন্য আসলে সামনাসামনি দেখা করার প্রয়োজন হয় না। তবে যদি দেখা করে এ্যাড দিতে চান তাহলে অনুগ্রহ করে আমার ঠিকানায় চলে আসতে পারেন। বা কোন প্রতিনিধি পাঠাতে পারেন। ব্যাবসার ধরন এবং লোকবলের স্বল্পতার কারনে আমাদের পক্ষে দেখা করা সম্ভব নয়।

 

টাকা দেয়ার কতক্ষন পরে আমার এ্যাড চালু হবে?

সাধারনত টাকা পৌঁছানোর দিনেই এ্যাড সাবমিট করে দেই। কোন কোন ক্ষেত্রে (অসুস্থতা, হলিডে বা অন্য কোন জরুরী ব্যাপার হলে)  হয়তো ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এ্যাড সাবমিটের পরে ফেইসবুক এ্যাপ্রুভ করে লাইভ করে দেয়। যদিও ৯০% এ্যাড ১০ মিনিটের মধ্যেই চলতে শুরু করে কিছু এ্যাড ছাড় পেতে ২৪ ঘন্টা যর্যন্ত সময় নিতে পারে।

 

আমার দেয়া টাকা কিভাবে ফেইসবুক খরচ করবে?

ফেইবুক সাধারনত কতজনকে দেখালো (রিচ) সেই হিসেবে চার্জ করে তবে অনেক সময় অপশন থাকে যে রিচ এর পরিবর্তে এ্যাকশন/কনভার্শন অনুযায়ী ফেইসবুককে পে করার।

 

আপনার মতো আরো অনেকে এই সার্ভিস দিচ্ছে। আমি কেন আপনার সার্ভিস নেব?

আমরা বাংলাদেশের প্রথম ডিজিটাল এজেন্সি (২০০৫ -এ প্রতিষ্ঠিত) এবং প্রথম ফেইসবুক এ্যাডভারটাইজার (২০০৭ এর ডিসেম্বর থেকে)। কখনোই বাজারে প্রচলিত ছল-চাতুরীমুলক পন্থা অবলম্বন করিনি যেমন মালয়েশিয়ান রিঙ্গিত, CAD, AUD ব্যাবহার করে ডলার নাম দেয়া, ফেইক আইডি থেকে পাওয়া কুপন ব্যাবহার করা, ফেইসবুকের বিল বাকি রেখে পেইজের ক্ষতি করা, বেসিক (ভুয়া) লাইকের কন্ট্রাক্ট করা ইত্যাদি। আমাদের স্বচ্ছতার জন্য আমরা সমাদৃত। সম্ভবত আমরা-ই প্রথম থেকে ওপেন ইনফর্মেশন দিচ্ছি। কত টাকার বিনিময়ে আমাদের কাছে কি প্রত্যাশা করতে পারেন তা সবই এখানে পরিস্কারভাবে বলে দেয়ার চেষ্টা করেছি। অন্যদের মতো তথ্য জানতে ফোন করতে বা ইনবক্স দেখুন বলিনি। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পরবর্তীতে অনেকে বাধ্য হয়েছে তাদের রেট ওপেনলি বলতে। এর পরেও আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ফেইসবুকের এই সার্ভিসটি সুলভ মুল্যে সরবরাহ করার চেস্টা করেছিমাত্র যেখানে এ্যাড কিভাবে চলবে সেই সিদ্ধান্তটি আপনার। আমরা কোন কৃত্রিম প্যাকেজ তৈরী করিনি। আমরা অন্যদের মতো পেইজের ‘লাইক’ কন্ট্রাক্ট করছিনা অথবা কতগুলো ক্লিক হবে সেভাবে চুক্তি করে নিচ্ছি না। আমরা আপনার এ্যাডগুলো স্বাভাবিকভাবে চলতে দিব। এতে করে স্বাভাবিকভাবেই আপনি ক্লিক অথবা লাইক পাবেন। কোন ধরনের ম্যানিপুলেশনের প্রশ্ন নেই। আমাদের সার্ভিস নেয়ার কয়েকটি কারন হতে পারে:

  • দেশের প্রথম অনলাইন এ্যাড এজেন্সি (২০০৫ থেকে)

  • বিশ্বমানের সার্ভিস

  • পরিপুর্ন এবং স্বচ্ছ রিপোর্টিং

  • কোন অবাস্তব প্রমিজ করা হয় না। যেমন এতগুলো লাইক/রিচ হবে।

  • কোন লাইক-এর কন্ট্রাক্ট করি না।

  • আপনার ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় পরামর্শ

  • ১৭ বছরের ডিজিটাল এ্যাডভার্টাইজিং সার্ভিসে শুন্য অভিযোগ

এ ছাড়া এ্যাড চলাকালিন সময় লাইভ রিপোর্ট দেখে নিতে পারেন। তবে ক্যাম্পেইন শেষ হয়ে যাবার পরে যেহেতু এ্যাডগুলো মুছে ফেলা হয় তাই পরে আর এই সুবিধা দেয়া সম্ভব নয়।

কতজন আমার পেইজে এ্যাডের মাধ্যমে এসেছে তার সঠিক সংখ্যা কি জানা যায়?

হ্যাঁ জানা যায়। এটা ফেইসবুক রিপোর্টে থাকে।

 

আচ্ছা, আমার কোন পোস্টের নীচে বুস্ট বাটনে ক্লিক করলে একটা লিস্ট দেখা যায়। যেখানে কত টাকার এ্যাড দিলে কত reach বা like হবে তার একটা ধারনা দেয়া থাকে। এটি কি সঠিক?

সাধারনত একটা রেঞ্জ দেয়া থাকে যেমন ৫০০ টাকায় 36000 থেকে 95000 reach. আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে রেঞ্জটির ছোট ভ্যালুর ৭০% ধরা হলে কাছাকাছি রেজাল্ট হয়। যেমন এই উদাহরনে ক্ষেত্রে আমাদের ধারনা থাকবে যে 36000 এর 70% = 25k এর মতো reach পেতে পারি। ফেইসবুকের বাড়িয়ে বলাটা তার নিজের এ্যাডভার্টাইজমেন্টের একটি অংশ।

 

আমরা অনেক বড় প্রতিষ্ঠান, আমাদের বাজেট অনেক বড়। একটি প্রাইস কোটেশন পাঠানো যাবে? 

জ্বি যাবে। এজন্য আপনার প্রতিষ্ঠানের VAT Registration Certificate এর কপি প্রয়োজন হবে। প্রাইস কোটেশনের ক্ষেত্রে আমাদের ডলারের রেট এখানে উল্লেখিত রেট এর চাইতে আলাদা হবে। আমরা কোন টেন্ডারে অংশ নিতে আগ্রহী নই। 

আমার এ্যাড চলাকালিন সময়ে বাজেট এবং সময় বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে?

আমাদের পেমেন্ট করে যে কোন সময় বাজেট বাড়িয়ে নিতে পারেন। প্রতি ডলার ১৩৫ টাকা হিসেবে।  

 

ডলারের দাম অনেক কম। আপনারা ১৩৫ টাকা করে নিচ্ছেন কেন?

কারন আমরা আলাদাভাবে আর কোন সার্ভিসচার্জ নিচ্ছি না। অনলাইন এ্যডভার্টাইজিং একটি প্রফেশনাল সার্ভিস, শুধুমাত্র ডলার বিক্রি নয়। ডলারের রেট ধরে প্রাইসিং এদেশে আমরাই শুরু করি যখন অন্য প্রতিষ্ঠানগুলো অন্যভাবে কোটেশন করত যেমন প্রতি ক্লিক ২ টাকা বা প্রতি লাইক ৫ টাকা ইত্যাদি। কিন্তু আমাদের  ডলারের রেট এর নিয়মের স্বচ্ছতার জন্য আজকাল প্রায় সবাই এটা ব্যাবহার  করছে। এখানে আমরা একটি ফ্ল্যাট রেট দেয়ার চেষ্টা করেছি। এই টাকার মধ্যে ডলারের দাম + ভ্যাট + ব্যাংকের চার্জ + বিজনেস খরচ + আমাদের প্রফিট সবকিছুই আছে । আলাদা ভাবে এইসব হিসেব করার চাইতে ডলারের রেটে সবকিছু নিয়ে আসায় যে কোন বাজেটের এ্যাডের হিসেব সহজেই করা যায়।

আপনাদের রেটটা অনেক বেশী, আমার পছন্দ হয়নি। আমাকে কি অন্য কারো সন্ধান দিতে পারেন যারা এই ধরনের সার্ভিস দিয়ে থাকে?

অনলাইন এ্যাডভার্টাইজিং এর সার্ভিস দিয়ে থাকেন এমন অনেকেই আছেন; এছাড়া অনেকেই নতুনভাবে এ ধরনের সেবা দেয়া শুরু করছেন। এখানে আমি কয়েকজনের সন্ধান দিলাম। আশা করি কাজে লাগবে। প্রফেশনাল ও উন্নতমানের কাজের জন্য এই প্রতিষ্ঠানগুলোর সুনাম রয়েছে। আমাদের পরামর্শ হবে সস্তা ডলার রেট বা কম ডেইলি বাজেট অফার করার জন্য ভুইফোঁড় প্রতিষ্ঠান/ফ্রিল্যান্সারের কাছে না যাওয়ার জন্য। আমি সহ এই প্রতিষ্ঠানগুলো এ্যাডভার্টাইজিং করে থাকি। ফ্রিল্যান্সিং এর ডলার ক্যাশ করার জন্য সাইড বিজনেস হিসেবে এ্যাডভার্টাইজিং করি না। আমাদের মনোযোগ এ্যাডভার্টাইজিং-এ, যাতে ক্লায়েন্টের বিজনেস সম্ভাব্য বেশী লাভবান হয়।

biplobdigital.com

woowmaker.com
magnitodigital.com

centerofdigitalmarketing.com

dhansiricomm.com

asiatic360.com

আমি কি যে কোন ধরনের ব্যাবসার এ্যাড আপনাদের মাধ্যমে দিতে পারি?

ফটোগ্রাফি, বুটিক শপ, কারুশিল্প বা মিউজিক ব্যান্ড যে ধরনের এ্যাডই দিতে চান না কেন প্রায় সবগুলো-ই ফেইসবুকের মাধ্যমে প্রচার করা সম্ভব। তবে অল্প কিছু পণ্য, সেবা ও ব্যাবসা রয়েছে যেগুলোর এ্যাড আমরা দেই না। সেগুলোর একটি ছোট তালিকা এখানে দেয়া হলো:-

১) রাজনৈতিক

২) কসমেটিকস, স্কিনকেয়ার, হেয়ার প্রোডাক্ট

৩) ওয়েট লস (Weight Loss), কবিরাজি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ চিকিৎসা

৪) হাতগণনা ও পাথর সংক্রান্ত

৫) ফুড সাপ্লিমেন্ট

৬) এমএলএম (MLM)

৭) ক্রিপ্টোকারেন্সি/ফরেক্স/গ্যাম্বলিং (Cryptocurrency, Forex, Gambling)

৮) অতি দ্রুত সাবমিট করতে চাচ্ছে এমন এ্যাড।

৯) এডাল্ট প্রোডাক্ট/টয়/পর্নোগ্রাফী

১০) মডেল বা Escort এজেন্সি

১১) জব অফার / নিয়োগ বিজ্ঞপ্তি

১২) ম্যানপাওয়ার বিজনেস

১৩) কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বা ঘৃনা-বিদ্বেষ মুলক এ্যাড

১৪) "সারাদেশে এজেন্ট নিয়োগ দেয়া হবে।" - এমন ধরনের এ্যাড

১৫) ক্লাসিফায়েড এ্যাড যেমন: হারাইয়াছে, নিখোঁজ, জমি বিক্রি ইত্যাদী

১৬) হাতঘড়ি, সানগ্লাস অথবা পারফিউম জাতীয় প্রোডাক্ট কোন পেইজে থাকলে সেই পেইজের কোন এ্যাড। 

১৭) ঘরে বসে আয় করুন, ডলার, ইনকাম, ফ্রিল্যান্স, ১০০% স্কলারশীপ এমন শব্দযুক্ত কোন কোর্সের এ্যাড।

১৮) অতিরিক্ত ইমোজি, ASCII Art - যুক্ত কন্টেন্ট।

আমাদের পলিসির একটি সারসংক্ষেপ এখানে দেয়া হয়েছে মাত্র এখানে দেয়া হয়নি কিন্তু আমাদের পলিসির সাথে সাংঘর্ষিক এমন কোন ক্যাম্পেইনের ব্যাপারে যোগাযোগের সময় জানিয়ে দেয়া হবে।

আমার ক্যাম্পেইন যদি মাঝ পথে থেমে যায় তাহলে কি হবে?

অ-ব্যাবহৃত টাকা ফেরত দেয়া হবে। তবে গ্রাহকের ইচ্ছায় থামানো হলে অথবা বাকি টাকায় নতুন এ্যাড সাবমিট করতে বলা হলে ৩ ডলারের সম-পরিমান টাকা চার্জ করা হবে। 

আরো কিছু জানতে চান? আমাদের সাথে কথা বলুন।
bottom of page