top of page

একটি প্রচলিত তিক্ত ঘটনা

পরিচিত কেউ কম খরচে আপনার ওয়েবসাইট তৈরী করে দিল। ঝকঝকে নতুন ওয়েবসাইট। সাথে আপনাকে সি-প্যানেলের পাসওয়ার্ড এবং ওয়েবসাইটের পাসওয়ার্ড দেয়া হল। আপনি নিজে সাইটে এডিট করতে পারলেন। এরপর আর ওই ব্যক্তির সাথে আর তেমন যোগাযোগ রইল না। ইত:মধ্যে আপনার ওয়েব এ্যাড্রেস অনেক জায়গায় ব্যাবহার করে ফেলেছেন, বিজনেস কার্ড, প্রোডাক্ট প্যাকেজিং..সব যায়গায়।

 

এক বছর পরে ডোমেইন এবং হোস্টিং রিনিউয়ের সময় বুঝতে পারলেন হোস্টিংয়ের প্যানেল আপনাকে দেয়া হলেও ডোমেইন আপনার নামে নেয়া হয়নি। মানে এই নামটি’র মালিক অন্য কেউ। মনে পড়ল ডোমেইন-প্যানেলের কোন লগইন ইনফরমেশন আপনাকে দেয়া হয়নি। এবার আপনি হন্যে হয়ে ওই ডেভেলপারকে খুঁজতে লাগলেন, তাকে হয়তো আর পাওয়া গেল না অথবা বড় অংকের অর্থ চাইল মালিকানা বদলের জন্য। অবশেষে আপনি  বাধ্য হয়ে অন্য নাম রেজিষ্ট্রশন করালেন। ঠিক একই ঘটনা বহুবার ঘটায় এখানে উল্লেখ করা হলো। এবার আসা যাক আমাদের ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস প্রসঙ্গে।

তানজিদ'স স্টুডিও -এর সার্ভিস

 

আমাদের ওয়েবসাইট তৈরী'র খরচ পনেরো হাজার (১৫,০০০/-) টাকা থেকে শুরু। বিনিময়ে আমরা যে সার্ভিস দেই:

  1. ডোমেইন রেজিস্ট্রেশন

  2. ভালো ব্র্যান্ডের হোস্টিং সার্ভিস (USA based server with SSD)

  3. আমরা আপনার পছন্দ অনুযায়ী একটি আধুনিক ওয়েবসাইট তৈরী করে দেয়া হবে এবং আপনাকে সেটি ম্যানেজ করার ট্রেনিং​ দেয়া হবে 

 

*আপনার সাইটে পেমেন্ট গেটওয়ে ইনটিগ্রেশন, এসএসএল এনক্রিপশন, পেইড থিমের ব্যাবহার ইত্যাদী এ্যাভান্স ফিচারের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। কোটেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

আমাদের তৈরী আগের কিছু ওয়েবসাইট


fullyfurnishedltd.net


tanjid.org


This website

decorhomebd.com

ifixbd.com

gdslandinfo.com


mifgroup.com

eshalbd.com

jonyambulance.com

bottom of page