top of page

ইউটিউব -এ্যাড

 

খুব সহজেই ইউটিউবে এ্যাড দিতে পারেন। অনলাইন বিজনেস, ব্র্যান্ড, রেষ্টুরেন্ট, প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের এ্যাড আমাদের মাধ্যমে প্রমোট করতে পারেন। মাত্র ২০ ডলার বাজেট থেকে প্রাইসিং শুরু (৩১০০ টাকা, বিকাশ ফি সহ ৩১৬২ টাকা)।

সার্ভিস চার্জ সহ প্রতি ডলার বাজেটের খরচ ১৫৫ টাকা। ন্যূনতম বাজেট ২০ ডলার। আমরা কন্টেন্ট-ও তৈরী করে থাকি। 

প্রতিটি ভিডিও (৩০ সেকেন্ড পর্যন্ত) এডিটের জন্য সার্ভিস চার্জ = ৩০০০/- টাকা। আমাদের অন্যান্য প্রইসিং জানতে মেনু থেকে Pricing পেইজ দেখুন।   

*বিকাশ/নগদ/রকেটের ক্ষেত্রে ২% ফি যোগ হবে।

youtube-ads-1.jpg
bottom of page