top of page

টিন সার্টিফিকেট থাকলেই কি রিটার্ন দিতে হবে?


আপনার টিন সার্টিফিকেট থাকলেই রিটার্ন দিতে হবে এমন বাধ্যবাধকতা নাই, কেবলমাত্র করয়োগ্য আয় থাকলেই রিটার্ন দিতে হবে। তবে এর কিছু ব্যতিক্রম আছে যেমন- ডাক্তার, প্রকৌশলী, ডেন্টিস্ট, চাটার্ড একাউনটেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট কর্মচারী, ট্রেড লাইসেন্সধারী ইত্যাদি। এদের আয় যাহাই হোক না কেন রিটার্ন জমা দিতে হবে (এমনকি শূন্য আয় হলেও)।

তাছাড়াও চাকুরিজীবি যাদের মূল বেতন ১৬০০০/- তাঁর বেশি, তাঁকেও বাধ্যতামূলক ভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

46 views0 comments
bottom of page