আপনার টিন সার্টিফিকেট থাকলেই রিটার্ন দিতে হবে এমন বাধ্যবাধকতা নাই, কেবলমাত্র করয়োগ্য আয় থাকলেই রিটার্ন দিতে হবে। তবে এর কিছু ব্যতিক্রম আছে যেমন- ডাক্তার, প্রকৌশলী, ডেন্টিস্ট, চাটার্ড একাউনটেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট কর্মচারী, ট্রেড লাইসেন্সধারী ইত্যাদি। এদের আয় যাহাই হোক না কেন রিটার্ন জমা দিতে হবে (এমনকি শূন্য আয় হলেও)।
তাছাড়াও চাকুরিজীবি যাদের মূল বেতন ১৬০০০/- তাঁর বেশি, তাঁকেও বাধ্যতামূলক ভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে।
Comentarios