top of page

ব্যাংকে টাকা রাখলে কত কর দিতে হবে?

ব্যাংকে টাকা রাখলে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্সের অতিরিক্ত হলেই সাধারণত এক ক্যালেন্ডার বছরে একবার বিশেষ করে ডিসেম্বর মাসের শেষের দিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার একাউন্ট থেকে কাটা হয় যা আবগারি শুল্ক নামে পরিচিত।



কত টাকা কাটা হবে?


ব্যালেন্স যদি ওই ক্যালেন্ডার বছরের যেকোনো সময়ে:


এক লক্ষ টাকা অতিক্রম না করে তাহলে = ০ টাকা

এক লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা = ১৫০ টাকা

৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা = ৫০০ টাকা

১০ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা = ৩০০০ টাকা

১ কোটি টাকার থেকে পাঁচ কোটি টাকা = ১৫০০০ টাকা

৫ কোটি টাকার ঊর্ধ্বে হলে ৪০,০০০ টাকা


#ExciseDuty ##আবগারিশুল্ক


তথ্যসুত্র



46 views0 comments
bottom of page